মোঃ আশিকুর রহমান রানা(সিলেট জেলা) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নিরপরাধ মিনহাজ মিয়া (১৬) পুলিশের হাতে আটকের সংবাদ শুনে মায়ের হার্টএ্যাটাক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে অবৈধ ভারতীয় স্কুটারসহ সন্দেহ মূলক অভিযোগে ৩ জনকে আটক করে। পুলিশের এই অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার এসআই তরিকুল। এদিকে, মিনহাজ মিয়া নামক একজন ৮ম শ্রেণীর নিরপরাধ শিক্ষার্থীকে পুলিশ আটক করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকায়। ঘটনাস্তলে এলাকাবাসী জানিয়েছেন , ‘আমরা বার বার পুলিশকে বলেছি মিনহাজ নামক ছেলেটি নির্দোষ’! এ ছাড়া এখানে ঘটনাস্থলে পুলিশ প্রথমে যে ৩ জনকে গ্রেফতার করে,পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ১ জনকে ছেড়ে দেয়। কিন্তু পুলিশের হাতে আটককৃত একজন “শহিদ আহমদ” নামক লোক নিজেই স্বীকারোক্তি দিয়েছে,”এই ভারতীয় স্কুটার আমার ,আমি নিজেই এই স্কুটার এনেছি, মিনহাজ নির্দোষ , মিনহাজ এর সাথে জড়িত নয়।” সর্বশেষ সংবাদ সূত্রে জানা গেছে, আটককৃতদের থানা পুলিশ শুক্রবার (৪এপ্রিল) সকাল ভোররাতে তড়িঘড়ি করে আদালতে সোপর্দ করেছে। এদিকে, ৮ম শ্রেণীর শিক্ষার্থী নির্দোষ মিনহাজ আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপরদিকে, মিনহাজের পরিবার নির্দোষ ছেলের মুক্তির দাবিতে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে এসআই তরিকুল ইসলাম এর মোবাইল ফোনে কল দিলে রিসিভ করেননি তাই বক্তব্য নেওয়া যায়নি।
Leave a Reply