মেহেদী হাসান মেহের, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: শিক্ষাই আলো। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষিত জাতি আগামীর ভবিষ্যৎ। এ উপদেশবাণীগুলোর চেয়েও ইসলাম শিক্ষার ইতিহাস অনেক পুরনো। কারণ ইসলাম শিক্ষায় ভালো ফল পাওয়ার পরই সম্ভবত এই উপদেশবাক্যগুলোর জন্ম। কুরআন শিক্ষাই শিক্ষিত করতে দশদোনা দক্ষিণ পাড়া হযরত ফাতেমা (রা.) ক্যাডেট মহিলা মাদ্রাসায় বাংলা, ইংরেজি বিষয়ে প্লে থেকে পঞ্চম পর্যন্ত ও আরবি বিষয়ে নূরানী জামাত থেকে শরহে বেকায়া পর্যন্ত ভর্তি চলছে, ভর্তি নিয়ে মাদ্রাসার পরিচালক, মো: মাহদী হাসান (বাবু) বলেন, এখানে রয়েছে বিশেষ সুবিধা এতিমদের জন্য ও প্রত্যেক জামাতে রোল ১,২,৩ মেধাবী ছাত্রীদের জন্য ভর্তি ফ্রি ও অসহায় দরিদ্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড়। ■ পর্দা, নামাজ ও আমলের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ■ বেফাক ও ইত্তিফাক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের জন্য ট্রেডিংপ্রাপ্ত শিক্ষিকার তত্ত্বাবধানে ও যত্নের সাথে পরীক্ষার প্রস্তুত করা হয়। ■ ছাত্রীদেরকে মেধাবী করে গড়ে তুলতে মাসিক পরীক্ষার ব্যবস্থা।
■ অমনোযোগী ছাত্রীদের জন্য বিশেষ গুরুত্ব সহকারে পাঠদানের ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা নাছির উদ্দিন বলেন, আপনার ছেলে মেয়ে কে আমাদের কাছে পাঠান দ্বীনি শিক্ষায় গড়ে তুলার দায়িত্ব আমাদের, আমাদের এখানে ছেলে বাচ্চাকে পুরুষ শিক্ষক ও মেয়ে বাচ্চাকে মহিলা শিক্ষিকা ধারা ক্লাস করানো হয়। কুরআনের শিক্ষায় রয়েছে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের পথে নিয়ে যায়। কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে একটি জীবন্ত মিরাকেল, যা প্রতিটি যুগে মানুষকে পথ দেখায়। তাই আমরা সবাই চেষ্টা করবো আমাদের বাচ্চাকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে।
হযরত ফাতেমা (রা.) ক্যাডেট মহিলা মাদ্রাসায় ভর্তি করাতে যোগাযোগ করুন।
Leave a Reply