বুড়িমারীকে ঘিরে একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোন গড়ে তুলতে হবে – ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক:লালমনিরহাটে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ তিস্তা ব্যারেজ ও দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী বন্দর ও শ্রী শ্রী পাটেশ্বরী মন্দির পরিদর্শন করেন । এসময় সাংবাদিকদের সামনে তিনি বলেন ১৯৭৯ সালের তিস্তা প্রকল্প কেন অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে এবং ভারতের সাথে ৫৪ টা অভিন্ন নদী সহ সকল নদীর পানির সমস্যা বোঝার জন্য আমরা এখানে এসেছি । এসময় চীনের কাছে বর্তমান সরকার বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে ১০০ বছরের মহাপরিকল্পনা চাওয়া ও তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের চীন সফরকে এবি পার্টি স্বাগত জানিয়ে বলেন, ইতমধ্যে চীন তিস্তা প্রকল্পে হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে এবং আমরা এবি পার্টির মাধ্যমে বোধ করছি যে , চীনের কাছে নদী ব্যবস্থাপনা নিয়ে চাওয়া ১০০ বছরের মহাপরিকল্পনা ও তিস্তা প্রকল্পের মাধ্যমে শুধু চার জেলার সাড়ে পাঁচ লক্ষ কৃষক নয় বরং একইসাথে তিস্তা পাড়ের দুই কোটি জনগোষ্ঠী উপকৃত হবে । চীনে ইতিমধ্যে নদী ব্যবস্থাপনা নিয়ে ১০০ বছরের মহাপরিকল্পনা সফল হয়েছে বিধায় আমরা দাবী করছি যেন বর্তমান সরকার এই প্রকল্পগুলো খুব দ্রুত গতিশীল করার সিদ্ধান্ত গ্রহণ করে । তাহলে এদেশে ভারতের সাথে থাকা ৫৪ টা নদী সহ অন্যান্য নদীর নব্যতা , গভীরতা , শীতকালে পানি ধরে রাখা সম্ভাব বলে মন্তব্য করেন। এসময় দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী বন্দর পরিদর্শন করে বলেন, এই বন্দর থেকে ১৫০ কোটি টাকা রাজস্ব সরকার পেয়ে থাকে । বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিসেবে বুড়িমারী স্থলবন্দরকে লাভজনক করার জন্য যে প্রতিবন্ধকতা ও সংকট রয়েছে তা মোকাবেলা করতে পারলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব এবং রাজস্বের অর্থও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি তিনি সরকারকে লালমনিরহাটে পরিবেশ, প্রতিবেশী ও প্রযুক্তিবান্ধব অর্থনৈতিক জোন তৈরির প্রস্তাব করেন । বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন শেষে লালমনিরহাটে শ্রী শ্রী পাটেশ্বরী মন্দির গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের দুঃখ কষ্টের খোঁজ নেন এবং আবু রায়হান রশির নেতৃত্বে এবি পার্টির একটি তদন্ত কমিটি ঘোষণা করেন, যারা ৫ই আগস্টের পর সংখ্যালঘুদের উপর কোন নির্যাতন নিপীড়ন বা হয়রানী হয়েছে কিনা তা তদন্ত করে প্রকাশ করবে । পাথর শিল্প প্রসঙ্গে তিনি বলেন, “২০১৫-১৬ সালে একটি মামলার কারণে দেশের পাথর কোয়ারি বন্ধ হয়ে যায়। এতে ভারত থেকে পাথর আমদানির ওপর নির্ভরতা বেড়েছে, যা ৫০-৬০ হাজার কোটি টাকার পাচারের সুযোগ করে দিয়েছে। ফলে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।” তিনি জানান, এবি পার্টির পক্ষ থেকে এ বিষয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং পাথর কোয়ারি আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে পুনরায় চালু করার দাবি জানান। পরিবহন খাতে সিন্ডিকেটের অভিযোগ করে তিনি বলেন, “একটি নির্দিষ্ট আকারের চেয়ে বড় ট্রাকগুলোকে বন্দরে ঢুকতে দেওয়া হয় না, ফলে ব্যবসায়ীদের খরচ ও সময় উভয়ই বাড়ে। এই সীমাবদ্ধতা তুলে নিতে হবে এবং প্রতিটি ব্রিজ, টোল গেট থেকে ট্রাকের আকারের বাধা তুলে দেওয়া উচিত।” এসময় ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ লালমনিরহাটের এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক, লালমনিরহাট জেলার হাতীবান্ধা-পাটগ্রামের মাটি ও মানুষের নেতা মরহুম এরশাদ হোসেন সাজুর কবর জেয়ারত শেষে তার কর্ম জীবন তুলে ধরে বলেন, এই এলাকার তামাক চাষীদেরকে ভুট্টা চাষে ফিরিয়ে আনতে যার আবদান সবচেয়ে বেশি তিনি হলেন এরশাদ হোসেন সাজু এবং তার অবর্তমানে তার সুযোগ্য সন্তান আবু রাইয়ান রছি এবি পার্টির হয়ে পাটগ্রাম- হাতীবান্ধার মানুষের দুঃখ দুর্দশার পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন । এসময় তিনি এনসিসি ব্যাংকের ২ কোটি টাকার জন্য স্থানীয় হাজার হাজার ভুট্টা চাষীদেরকে হয়রানীর করার প্রতিবাদ জানান এবং সরকার ও প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা ব্যক্ত করেন । কর্মসূচি ও সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছিলেন লালমনিরহাট – ১ (পাটগ্রাম-হাতীবান্ধা)’র এবি পার্টির প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক মরহুম এরশাদ হোসেন সাজুর সুযোগ্য পুত্র যুবনেতা আবু রাইয়ান রছি,বিএনপির জাতীয় নির্বাহী পরিষদের সদস্য ব্যারিস্টার হাসান রাজী প্রধান, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রংপুর মহানগর আহ্ববায়ক আবদুর রউফ, কেন্দ্রীয় সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক আবু হেলাল, রংপুর মহানগরের সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান মাহবুব, নীলফামারী জেলা আহ্ববায়ক মোঃ লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহ্ববায়ক ডাক্তার নজরুল ইসলাম খান, নীলফামারী সদস্য সচিব মোঃ আলতাফ হোসাইন, কেন্দ্রীয় কৃষি সহকারী সম্পাদক মোহাম্মদ ওমান রঞ্জুসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
Leave a Reply