এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি: বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধার মানিক ইউনিয়ন এর ভোংগা ৭নং ওয়ার্ডে তালিমুল ইসলাম দাখিল মাদ্রাসার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি টেন নাইট ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। কিং স্টার,সুপার স্টার,এ্যাগ্রেসিভ সুটার, রকেট লঞ্চারস,এলিট ওয়ারিয়ার্স। এর মধ্যে ফাইনালে এলিট ওয়ারিয়র্স ও এগ্রিসিভসুটার টসে জিতে এগ্রেসিভসুটার প্রথমে ব্যাট করে ৫-উইকেটে ৮৭ রান করে, জবাবে এলিট ওয়ারিয়র্স ৯ ওভারে ৮৮ রান করে বিজয়ী হয়। এলিট ওয়ারিয়র্সের পক্ষে মৃদুল সর্বোচ্য-৫৪ রান করেন। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ হয় এলিট ওয়ারিয়ার্স এর অধিনায়ক মৃদুল। পুরুস্কার বিতরণে উপস্থিত ছিলেন , মোঃ মাইনুদ্দিন খান (সাধারণ সম্পাদক আন্ধার মানিক ইউনিয়ন বিএনপি) মোঃ আরিফ হোসেন (যুগ্ম আহ্বায়ক,ঢাকা মহানগর উঃ যুবদল) মাও মোঃ জাকির হোসেন (সুপার অত্র মাদ্রাসা) সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ সুমন মোল্লা । পরিচালনা করেন, মোঃ হুমায়ুন কবির মোল্লা (সাবেক সাংগঠনিক সম্পাদক আন্ধার মানিক ইউনিয়
Leave a Reply