বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের এক মুদি দোকানের কর্মচারী মো. ওমর (৩২) শহর থেকে বাসে ফিরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বাসে তার নাকের সামনে টিস্যু ধরার পর তিনি অচেতন হয়ে পড়েন। এরপর তার সঙ্গে থাকা দুইটি মোবাইল ফোন ও নগদ ৬ হাজার টাকা লুটে নেয় এক ব্যাক্তি। ৫ এপ্রিল দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌর সদরের বুড়ি পুকুর পাড় এলাকায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পথচারীরা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী জানান, “অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে লোকজন। তিনি কথা বলতে পারছিলেন না। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।” ভুক্তভোগী মো. ওমর উপজেলার পোপাদিয়া ইউনিয়নের উজির আলী (পান শফি) বাড়ির কাসেম মিয়ার ছেলে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ওমরের এক নিকট আত্মীয় মো. হৃদয় জানান, শনিবার সকালে মোবাইল মেরামতের জন্য ওমর নগরে গিয়েছিলেন। দুপুরে বাসে বাড়ি ফেরার পথে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এক ব্যক্তি ওমরের নাকের সামনে টিস্যু ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে তার পকেট থেকে মোবাইল ও টাকা চুরি হয়। হৃদয় আরও জানান, ওমরকে চমেক হাসপাতালে ভর্তি করা হলেও স্ত্রীর সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
Leave a Reply