বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমকে আহবায়ক করে নাটোর জেলা কমিটি পুনর্গঠন
নিজস্ব প্রতিবেদক: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নাটোর জেলা শাখার উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠকদের নিয়ে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শহরের আলাইপুরস্থ গুড ডে কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা যুগ্ম আহবায়ক ও শহরের বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলমের সভাপতিত্বে ও অপর যুগ্ম আহবায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদপূনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু, নাটোর জেলা সদস্য সচিব মোকাররেবুর রহমান নাসিম ও রাজশাহী জেলা সহকারী সমন্বয়ক মোকসেদুল মোমিন। প্রধান অতিথি বক্তব্যে টুটুল বলেন, গণ-অভ্যুত্থানের পর দেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। যেখানে শুধু রাজনৈতিক পরিবর্তনই নয় বাংলাদেশের শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক পরিবর্তনও ঘটছে প্রতিনিয়ত। এই সময়ে দেশের মানুষ নতুন রাজনৈতিক ও রাষ্ট্র ব্যবস্থার প্রত্যাশায় রয়েছে। এটা আমাদেরকেই পূরণ করতে হবে। অতীতে ফ্যাসীবাদি সরকারের সময়ে আমরা সারাদেশে সংগঠন বিস্তার করতে পারিনি, এখন আর বসে থাকার সময় নাই।
তিনি নাটোর জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের তাগিদ দিয়ে বলেন, এবি পার্টিই আগামীর বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করবে। কাজেই নতুন বাংলাদেশ গঠনে নাটোরের নেতাদের ইতিহাসের অংশ হতে হবে।
সভা শেষে নাটোর জেলায় এবি পার্টির কর্মকাণ্ডে গতিশীল করার স্বার্থে সকল উপজেলা আহবায়ক, সদস্য সচিব ও জেলা সংগঠকদের মতামতের ভিত্তিতে শহরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহ আলমকে আহবায়ক করে জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
Leave a Reply