আজিজুন নাহারঃ ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, বাদজুমা, ঢাকাস্থ জাতীয় মসজিদ, বায়তুল মোকাররমের উত্তর গেইট হতে প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদার দিনে, ফিলিস্তিনের জেরুজালেমের মসজিদুল আকসা ও ফিলিস্তিনী নিপীড়িত জনগণের মুক্তির দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এবং বর্বর ইসরাইলের অব্যাহত জুলুম নির্যাতনের প্রতিবাদে, “আল কুদস্ কমিটি বাংলাদেশ” এর উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয় । মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেইট থেকে আরম্ভ হয়ে, জাতীয় প্রেসক্লাবে এসে শেষ হয় । মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয় । প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতি হিসাবে বক্তব্য রাখেন মহাসচিব মোস্তফা তারেকুল হাসান, সংগঠনের উপদেষ্টা ড. মাওলানা এ কে এম মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ আবু মুসলিম বিন হাই, অফিস সম্পাদক হাফেজ মাওলানা হযরত আলী । সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি ড. জহিরউদ্দিন মাহমুদ, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মহিবুল্লাহ ভুঞা, ফখরুল ইসলাম, ড. মোঃ মাইন উদ্দিন, ড. মোঃ আমির হোসেন সহ সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ । আরও উপস্থিত ছিলেন মুহাম্মাদ আলী আব্বাস, সৈয়দ গোলাম মহসিন টিপু, মাহদী মাহমুদ, মোঃ এনামুল হক রাকিব, শাহ্ মোঃ আলী মাহাদী, গোলাম মোঃ কাদির সহ আরও অনেকে । এছাড়াও উপস্থিত ছিলেন জুমা নামাজে অংশগ্রহণকারী মুসল্লিবৃন্দ । জাতীয় প্রেসক্লাবে এসে মিছিল শেষে মাসজিদুল আকসার এবং ফিলিস্তিনের নিপীড়িত জনগণের মুক্তির জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানানো হয় । সেই সাথে জালিম বর্বর ইজরায়েলের নৃশংসতার কঠোর নিন্দা জানানো হয় । সবশেষে সমগ্র বিশ্ববাসীর মুক্তি ও কল্যাণ এবং ঐক্য কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসুচী সমাপ্ত করা হয় ।
Leave a Reply