মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরে বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায়
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) সকাল ঘটিকার সময় উপজেলা মুক্তমঞ্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিয়া মোঃ শফিকুল ইসলাম,সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, পৌর বিএনপি যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিয়া মোঃ শিরোন আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়,বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,বিরামপুর প্রেসক্লাবের আহ্বায়ক শাহ আলম মন্ডল,কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বিরামপুর প্রেসক্লাবের সকল সাংবাদিক সহ প্রমুখ গন উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত বক্তব্য প্রকাশ হয়েছে। ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমান (পরবর্তীকালে বাংলাদেশের রাষ্ট্রপতি) প্রথম বার নিজেই চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না। অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর যখন ঝাঁপিয়ে পড়ে ইতিহাসের বর্বরোচিত নিধনযজ্ঞ আর ধ্বংসের উন্মত্ত তাণ্ডব চালায়,সেদিন থেকে স্বাধীনতা শব্দটি বাঙালির হয়ে যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
Leave a Reply