মোঃ মোস্তফা বকস্, রাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরউপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। এরপর রাজনগর উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।উপজেলার তিনটি গণকবরেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে রাজনগর পোর্টিয়াস স্কুল মাঠে আয়োজন করা হয় জমকালো কুচকাওয়াজ । এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ, স্কাউট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।
মনোমুগ্ধকর এই কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা তাঁর বক্তব্যে বলেন স্বাধীনতা দিবসের এই আয়োজনে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের গৌরবের দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাকে, যাঁদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।
Leave a Reply