সামিউল মন্ডল সোহাগ, তারাগঞ্জ, রংপুর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা মডেল সরকারি প্রাথমিক মাঠে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সকাল ৯টায় তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত আলোচনা, বীর-মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, প্রতি ফুটবল ম্যাচ সহ বিভিন্ন কর্মসূচি শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মসজিদ মন্দিরে মুনাজাত ও দোয়া প্রার্থনা করা হয়।
Leave a Reply