সিংড়া, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় উত্তর দমদমা স্লুইসগেট এলাকার কাটা জোলা বিল এলাকায় ট্রান্সফরমার চুরি করতে আসা চৌগাম ইউনিয়ন যুবদলের ৪ জন কর্মীকে গনধোলাই দেয় জনতা। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে এবং আসামীদের উদ্ধার করে সিংড়া থানায় আনার চেষ্টা করলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা করে। এসময় ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ ৬ জন পুলিশ আহত হয়। পরে রাত ১ টার দিকে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সোমবার ( ২৪ মার্চ) রাত সাড়ে দশটার দিকে সিংড়া পৌর এলাকার উত্তর দমদমায় এঘটনা ঘটে।
জনতার হাতে গণধোলাইয়ের শিকার হলেন, চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ও মৃত মোজাহার আলীর পুত্র সোহাগ ওরফে বানেস (৩৭), যুবদল কর্মী ও কুদ্দুস মন্ডলের পুত্র সালমানশাহ (বুস) (২২) উভয়ের সাং বড় চৌগ্রাম। ছোট চৌগ্রামের আনসারের পুত্র রায়হান (৩৫), ও হারেজের পুত্র আলামিন (২৫)
আটককৃত ব্যক্তিরা সিংড়া থানা পুলিশ হেফাজতে আছে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গণধোলাইয়ের শিকার আহতদের উদ্ধার করে সিংড়া থানায় আনা হয়েছে। তারা ট্রান্সফরমার চুরি করতে আসছিলো প্রাথমিক ভাবে এলাকাবাসির কাছ থেকে জানা গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply