মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি, বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার বিকেলে পৌর ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি’র উপদেষ্টা ও বগুড়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপি’র সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহাজাত হোসেন পল্টন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, তাহেরুল ইসলাম পাঞ্জাব, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, কৃষক দলের আহবায়ক খাদেমুল ইসলাম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ইকবাল কবির পলাশ, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফিরাত কামনা, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং বিএনপির সকল নেতাকর্মীদের সুস্থতা ও দেশবাসীর মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
Leave a Reply