হায়দার হাওলাদার: বরগুনার তালতলী উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার বিরুদ্ধে বিভিন্ন সংবাদপত্রে বিভ্রান্তি মূলক সংবাদ প্রচারের প্রতিবাদে সোমবার ২৪শে মার্চ সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদের সামনে ঘন্টাব্যাপী এক মানববন্ধন কর্মসূচী পালন করেন শিক্ষকরা। মানবন্ধন কর্মসূচীতে শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ এর সঞ্চালনায়, সভাপতি মাওলানা শাহ্জালাল পিয়দা এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, মোঃ সাইদুর রহমান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃআবু ছালেহ,আব্দুস সাত্তার জহির প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন, আমরা অনেক শিক্ষক আছি যারা ২০- ৩০ বছর ধরে বিনা বেতনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদসায় শিক্ষকতা করে আসছি। সম্প্রতি সরকার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা গুলোকে এমপিওভুক্ত ঘোষনার পর আমরা যখন কাজ শুরু করেছি তখন এক শ্রেণির কুচক্রী মহল। সাংবাদিকদের দিয়ে ভুল তথ্য উপস্থাপন করে বিভ্রান্তি মূলক অসত্য সংবাদ প্রচার করে আমাদের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। আমরা এর তীব্র ন্দিা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply