ফরহাদুল ইসলাম, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৮ কেজি গাজাসহ মা-মেয়েকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরগাঁও ইউনিয়নের আব্দুল আজিজ মার্কেটের সামনের মাঠ থেকে সোমবার (২৪ মার্চ) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন— জেলার আখাউড়া থানার গঙ্গাসাগর ইউনিয়ন ভবানীপুর গ্রামের সাগর বাদশার স্ত্রী মোছা. আঙ্গুরা বেগম (৪৭) ও তার মেয়ে রাহিমা বেগম (২৭)। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ ওই দুই নারীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সম্পর্কে মা-মেয়ে। তাদের একজনের নামে পূর্বেও মাদক মামলা রয়েছে। মাদক আইনে নিয়মিত মামলায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হবে।’
Leave a Reply