তোমার মা তোমার কাছে অনেক অনেক দামি,
আমার মা আমার কাছে অমূল্য এক নারী।
তোমার মা তোমার কাছে লক্ষী জানি,
আমার মা আমার কাছে নির্ভরতার বাড়ি।
তোমার মা তোমার কাছে সাত রাজার ধন,
আমার মা আমার কাছে ভালোবাসার রঙ।
তোমার মা তোমার কাছে পৃথিবীর আলো,
আমার মা আমার কাছে সবচেয়ে বেশি ভালো।
তোমার মা তোমার কাছে মুক্ত এক পাখি,
আমার মা আমার কাছে দুই নয়নে আঁখি।
তোমার মা তোমার কাছে বৃদ্ধ হলে বোঝা,
আমার মা আমাকে পথ দেখান সোজা।
তোমার মা তোমার কাছে নীল আকাশের তারা
আমার মা আমার কাছে ঘুম পাড়ানির মায়া।
তোমার মা তোমার কাছে প্রদীপের আলো,
আমার মা আমার কাছে চাঁদ সূর্যের মত।
তোমার মা তোমার কাছে শুধু একজন,
আমার মা আমার কাছে বিশ্বজোড়া মন।
Leave a Reply