আমানউল্লাহ, বিশেষ প্রতিনিধি: ঈদ শব্দের অর্থ খুশি, আনন্দ ইত্যাদি। আর সালামি শব্দটি সালাম শব্দ হতে এসেছে যার অর্থ হলো সম্মানিবাবদ, উপঢৌকন, হাদিয়া, উপহার ইত্যাদিকে বুঝায়। মুসলমানদের অন্যতম প্রধান দুইটি উৎসব হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। প্রতি বছর ঈদ উৎসব উদযাপনের অংশ হিসেবে পরিবারের বয়সে বড় সদস্যরা ছোটদের এই উপহার প্রদান করে থাকেন। ঈদ সালামি’ প্রদানের এই রীতি মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আমাদের দেশেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে এটি একটি সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে। ইসলামেও শর্ত ছাড়া কাউকে উপহার প্রদানের বৈধতাও রয়েছে। একসময় ঈদ সালামি প্রথা সরাসরি ঈদের দিন ছোটরা বড়দের সালাম প্রদান করে সালামি গ্রহণের প্রথা থাকলেও বর্তমানে পদ্ধতিটি যেন এক সোনালী স্মৃতি। ঈদের দিন শিশুরা ভোরবেলা ঘুম থেকে উঠে নতুন পোশাক পরে ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করে। ঈদের সালাত আদায়ের পর কোলাকুলি করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার পর পরই পরিবারের বড় সদস্যদের সালাম করে সালামি প্রদানের জন্য আবদার জানিয়ে থাকে। সালামি গ্রহণ করে উৎসবে মেতে ওঠে। এক সময় এমন পদ্ধতিতে সালামি দেওয়া নেওয়ার প্রচলন থাকলেও বর্তমানে তার রুপ বদলে অন্যরুপ ধারণ করেছে। বর্তমানে মোবাইল ব্যাংকিং বিকাশ, নগদের মাধ্যমেও সালামি প্রদান করা হয়ে থাকে। পার্থ্যক্যটা হচ্ছে আগে সরাসরি সালাম প্রদাণ করে তারপরি সালামি গ্রহণ করতে হতো। বর্তমানে দূরে যেকোনো প্রান্ত থেকেও সালাম দিয়েও সালামি গ্রহণ করা যায় এমন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। বর্তমানে নতুন প্রজন্ম এমন ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে যেকোন পরিমাণ অর্থ/সালামি প্রদান করে থাকেন, সেই সাথে যেকেনো টেক্সট মেসেজও লিখে দিতে পারছে। ঈদ সালামি প্রদানের ক্ষেত্রে নগদ অর্থের পরিমাণ কোনো বিষয় নয়, বরং সবাই মিলে উৎসবে শামিল হওয়ার নামই ঈদ। বর্তমানে ‘ঈদ সালামি’ আদান-প্রদানের এই রীতি শুধু ছোটদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সালামি প্রদান খানিকটা আনুষ্ঠানিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনকি, এটি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও ঈদের আনন্দ ভাগাভাগি করার একটি অন্যতম পদ্ধতি। সালামি প্রদানের পদ্ধতির পরিবর্তন হলেও, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আনন্দ আয়োজনের ব্যাপকতা ধীরে ধীরে আরও বেশি প্রসারিত হচ্ছে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি আর ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিশেষ করে ছোটদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে ঈদের সালামি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Leave a Reply