নিজস্ব প্রতিবেদক: হামদর্দ বাংলাদেশের চিকিৎসক ও শাখা প্রধানদের সাধারণ সভা শনিবার রাজধানীর বাংলামোটরস্থ হামদর্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, হামদর্দের সিনিয়র পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (উৎপাদন) বশির আহাম্মদ, পরিচালক (তথ্য ও গণসংযোগ) আমিরুল মোমেনীন মানিক, পরিচালক (হামদর্দ ফাউন্ডেশন) ব্রিগেডিয়ার (অব.) মাহবুব আনোয়ার, পরিচালক (অর্থ ও হিসাব) নুরুল করিম এফসিএ , উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল, স্টেট এন্ড প্রোটকল (অ.দা) মো. মিজানুর রহমান, কোম্পানী সেক্রেটারী ও পরিচালক প্রশাসন (অ.দা) আবদুল মজিদ, উপ-পরিচালক (বিপণন) ডা. তৈমুর চৌধুরীস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, “আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে গেলে হামদর্দকে কেউ রুখতে পারবে না।” তিনি আরো বলেন, “যদি তোমরা লক্ষ্য অর্জন করো, তাহলে আমাদের অনেক আকাঙ্ক্ষা বাস্তবে পরিণত হবে, ইনশাআল্লাহ।”
সভায় চিকিৎসাসেবা, শাখা পরিচালনা, বাজার সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত চিকিৎসক ও শাখা প্রধানগণ হামদর্দের উন্নয়ন ও লক্ষ্য অর্জনে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর অঙ্গীকার করেন।
Leave a Reply