মোঃ আশিকুর রহমান রানা, সিলেট জেলা প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) স্টেডিয়াম মার্কেট জামে মসজিদে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির সভাপতি ডা: মাশুকুর রহমান চৌধুরী, সহ-সভাপতি ডা: সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি ডা: নজরুল ইসলাম ভুইঞা, সাধারণ সম্পাদক মো: মুবিন আহমদ, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ছোটন, কোষাধ্যক্ষ নুরুল করিম, সদস্য শহিদুল ইসলাম, আব্দুর রহমান, রাফায়াত মালিক রাফি, মুজিবুর রহমান প্রমুখ। এছাড়াও মার্কেটের পেশাজীবী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, ব্যবসায়ীদের সমৃদ্ধি, মুসলিম উম্মাহর শান্তি, এবং সমিতির সদস্যদের ব্যবসায়িক উন্নতির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্টেডিয়াম মার্কেট জামে মসজিদের সম্মানিত ইমাম এ দোয়া পরিচালনা করেন। মোনাজাতে আল্লাহর দরবারে সকলের জন্য রহমত ও বরকত কামনা করা হয়।
স্টেডিয়াম মার্কেট কল্যাণ সমিতির সভাপতি ডা: মাশুকুর রহমান চৌধুরী বলেন, সমিতি শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্য নয়, বরং সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমেও ব্যবসায়ীদের পাশে থাকতে চায়। তিনি সততা ও ন্যায়বিচারের মাধ্যমে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সুস্থ প্রতিযোগিতা বজায় রেখে একে অপরের পাশে দাঁড়ালে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে ব্যবসায়ীদের সুবিধার্থে মার্কেটের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং সার্বিক ব্যবস্থাপনা উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। সকলের ঐক্যমতো ভিত্তিতে আগামীতে মার্র্কেট পরিচালনা করতে সকলকে এগিয়ে আসার আহ্বানা জানান।
Leave a Reply