শফিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, সিলেট: দেশের উত্তরাঞ্চলে দরিদ্র ও দুস্থ মানুষের সংখ্যা তুলনামূলকভাবে বেশি হওয়ায় “বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংস্থা” রমজান মাসে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
সংস্থাটির পক্ষ থেকে রংপুরের দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে, যাতে তারা অন্তত একদিন স্বস্তিতে ইফতার করতে পারেন।
এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সম্মানিত সদস্য মো. সুমন ইসলাম, নির্বাহী পরিচালক মাহতাব হাসান জিসান ও জাফর ইকবাল ইনান, ব্যবস্থাপনা পরিচালক তাহমিদুল হাসান সাদ, দুর্নীতি দমন ইউনিটের সদস্য সাদমান সাকিব ও আকাশ চৌধুরী, এবং সম্মানিত সদস্য জিহাদ ইসলাম।
উক্ত এই মহতি উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন নির্বাহী পরিচালক নাজমুল হাসান পাপন ও ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ।
সংস্থার কর্মকর্তারা জানান, তারা শুধু রমজান মাসেই নয়, বরং সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তাদের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এই ধরনের আয়োজন সংস্থার সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সহায়তা করে। তারা আরও বলেন, রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ।
Leave a Reply