নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় পিপরুল বাবুর ও দেছের আলী গোরস্থানে ২১শে রমজান, (২২শে মার্চ)রোজ শনিবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রায় ৩৫ বছর ধরে চলমান প্রক্রিয়ায়, প্রতি বছর ২১শে রমজান যুব সমাজ কর্তৃক পালিত হয় ইফতার ও দোয়া মাহফিল।
পিপরুল গ্রামের ৯টি মসজিদের আওতাধীন মুসল্লিগনের সমন্বয়ে অনুষ্ঠিত হয় অত্র গোরস্থানের ২১শে রমজান ইফতার ও দোয়া মাহফিল ।
পূর্বে চিড়া-মুড়ি, খাগরাই-বাতাশা, বিভিন্ন ভাজা-পোড়াসহ বারোমিশালি আয়োজনে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। ২০১৬ সালে পিপরুল বাবুর ও দেছের আলী মাদ্রাসা-ঈদগাহ মাঠ ও গোরস্থানের দায়িত্ব প্রাপ্ত হন পিপরুল গ্রামের যুব-সমাজ।
কিন্তু যুব সমাজের উদ্দ্যােগে এই আয়োজন হয়ে থাকে ভিন্ন আঙ্গিকে।
কবরস্থানের মৃত ব্যাক্তিদের রুহের মাগফেরাত কামনায় বিকাল তিন ঘটিকায় শুরু হয় কোরআন খতম, এবং বাদ আসর হইতে শুরু হয় দোয়া ও মোনাজাত।
কিন্তু ধরন আর বাজেটের অমুল পরিবর্তনে ভিন্ন আঙ্গিকে ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন
করেন যুব কমিটি ও গ্রামবাসী।
Leave a Reply