মোঃ আইয়ুব আনছারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলায় ধর্মজান বিওপি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে প্রত্যন্ত সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃ সীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ২২০০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩২০/২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলার ৮নং ধর্মপুর ইউনিয়নের বনগাঁও গ্রাম নামক সীমান্তবর্তী এলাকা হতে নায়েব সুবেদার মোঃ শাহজাহান আলী এর নেতৃত্বে বিজিবি টহলদল এর প্রচেষ্টায় বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের প্রাক্কালে ০১ জন বাংলাদেশী নাগরিক মোঃ রনি (২৪), পিতাঃ মোঃ জার্জিস, গ্রামঃ ধর্মজান, পোস্টঃ কামদেবপুর, থানাঃ বিরল, জেলাঃ দিনাজপুর‘কে আটক করতে সক্ষম হয় বলে জানাগেছে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিকে দিনাজপুর জেলার বিরল থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানিয়েছেন ধর্মজান বিওপি।
Leave a Reply