মোঃ ফরিদুল ইসলাম ফরাজ: মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর যুব সংস্থা কর্তৃক আয়োজিত ক্বেরাত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিল ২৩ মার্চ বিকালে শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোক্তাদির ইসলাম সুমেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবাশ্বির আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সামছুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাযুসের আজীবন সদস্য সাংবাদিক সাদিক আহমদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ফয়সাল আহমদ চৌধুরী, শাহ বন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরী, উপ-প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৃষ্ঠপোষক পরিষদের সদস্য এমদাদুল হক, পৃষ্ঠপোষক পরিষদের সদস্য রুহেল আহমদ, আলা উদ্দিন আলা, হোসেন আহমদ সাইদুজ্জামান জয়নাল, আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আল ইসলাহর প্রধান উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, স্থানীয় ব্যক্তি বর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে দুপুর ৩ টায় ক্বেরাত প্রতিযোগিতা শুরু হয়, এ সময় বিভিন্ন হাফিজি মাদ্রাসার ছাত্রররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রধান বিচারক ছিলেন শাহবন্দর মসজিদের ইমাম ও খতিব মাওলানা মঈন উদ্দিন, সহকারী বিচারক হিসেবে ছিলেন, জাতীয় দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার হাফিজ মাওলানা মোঃ ফরিদুল ইসলাম ফরাজ, হাফিজ মোশারফ আহমদ, প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অর্জন করেন নুরুল কুরআন মাদ্রাসার ছাত্র সাইদুল ইসলাম মাহাদী, দ্বিতীয় স্থান অর্জন করেন শাহবন্দর আর-রোকন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মুরাদ আহমদ, তৃতীয় স্থান অর্জন করেন লতিফিয়া ইসলামিয়া মিফতাহুল মাদ্রাসার ছাত্র, মোঃ ওলিউর রহমান, বক্তারা শাহবন্দর যুব সংস্থার প্রশংসা করে বলেন রহমত বরকত ও কুরআন নাযিলের মাস হল রমজান মাস এই মাসে কুরআনের এই আয়োজন অত্যন্ত সওয়াবের কাজ,আল্লাহ যেন এই আয়োজনকে কবুল করেন, বক্তারা আরো বলেন এই সংগঠন একটি প্রাচীন সংগঠন, ১৯৭১ সাল থেকে পথ চলা শুরু করে এখন পর্যন্ত তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সকল কাজে তারা প্রশংসার দাবিদার। পরিশেষে বিজয়ীদের মধ্য পুরস্কার বিতরণ করা হয়, পুরস্কার স্পন্সর করেন, ইসতিয়াক আহমদ চৌধুরী চেয়ারম্যান রোখন উদ্দিন ও সৈয়দা সুফিয়া ফাউন্ডেশন, এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply