বায়েজিদ হোসেন,বিশেষ প্রতিনিধি, বগুড়া: বগুড়া শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের পার্শ্বে রতন নারিকেল ইন্টার প্রাইজ ভাঙচুর ও পেট্রোল অগ্নিসংযোগ এর ঘটনায় মোছাঃ আদরী আক্তার (৩০) স্বামী মোঃ মানিক, জা মোছাঃ শিরিনা আক্তার (২৮) স্বামী মোঃ রতন, শহরের সেউজগাড়ী রেলকলোনী। আদরি আক্তার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন, ১নং আসামী মোঃ রানা (৫০) পিতা অজ্ঞাত, সেউজগাড়ী, স্টেশন রোডের সিএনজি স্ট্যান্ডের অজ্ঞাতনামা সিএনজি চালকদের বিরুদ্ধে অভিযোগ করে বগুড়া স্টেশন রোডে মিতালী পাম্পের পার্শ্বে রতন নারিকেল ইন্টার প্রাইজ নামে আমাদের ৩ টি নারিকেল বিক্রয়ের পাইকারী দোকান। দোকানের সামনে ফুটপাতের উপর নারিকেল এর খোসা ছাড়ানোর কারনে আসামী রানা, আমার স্বামী মোঃ মানিক (৪৫) ও আমার দেবর রতন (৩৫) এর সহিত দীর্ঘ দিন ধরে ঝামেলা করে আসছে। বিবাদী রানা তাহার সহযোগী সিএনজি চালকদের দ্বারা প্রায় সময় আমার স্বামীকে ও দেবরকে ভয়ভীতি ও হুমকী ধামকি দেয়। এরই প্রেক্ষিতে গত মঙ্গলবার ১৮ মার্চ আমার স্বামী ও আমার দেবর এর সহিত ঝগড়া হয়। উক্ত বিরোধের জের ধরে বুধবার ১৯ মার্চ সকাল আনুমানিক ১০ টায় উপরোক্ত আসামী রানা তাহার সহযোগী অজ্ঞাতনামা সিএনজি চালকরা আমাদের নারিকেলের দোকানে ভাঙচুর ও পেট্রোল অগ্নিসংযোগ করে। আমাদের দোকানে থাকা প্রায় আনুমানিক ৮০ লক্ষ টাকার নারিকেলসহ দোকান ঘর সম্পূর্ণ পুড়িয়া যায়। পরে সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিসংযোগের ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করে যার নং-২১৩৫ আদরীর পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছেন।
Leave a Reply