ফয়জুর রহমান, ময়মনসিংহ, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার ফুলপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ফুলপুর উপজেলার শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য মো: আরিফুল হক সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন ময়মনসিংহ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা জামায়াতের আমির প্রভাষক গোলাম কিবরিয়া,ফুলপুর উপজেলা জামায়াতে সেক্রেটারী মো: জাকির হোসাইন মাষ্টার, শ্রমিক কল্যান ফেডারেশন বাংলাদেশ এর ফুলপুর উপজেলা সাধারণ সম্পাদক ফরিদ মিয়ার সন্চালনায় আরো বক্তব্য রাখেন ফুলপুর পৌর জামায়াতে সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ। আলোচনায় বক্তারা পবিত্র মাহে রমজান ও রোজার তাৎপর্য নিয়ে আলোচনা করেন পরে দেশ ও জুলাই আগষ্ট শহীদদের আত্ত্বার মাগফিরাত কামনায় দোয়া করেন।
Leave a Reply