নাহিদা আক্তার পপি: হবিগঞ্জের মাধবপুরে যমুনা টেক্সটাইলের শ্রমিক চাটাই নিয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হওয়ায় প্রতিবাদ জানিয়েছে কোম্পানিটির স্থানীয় কর্তৃপক্ষ।সম্প্রতি ৪০ জন শ্রমিক-কর্মচারী ছাটাইয়ের বিষয়ে বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খবর প্রচারিত হয়েছে।বাস্তবে কিছু শ্রমিকদের বিষয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনলে তারা ও তাদের লোকেরা কিছু অপতথ্য ছড়াচ্ছে মর্মে কোম্পানিসূত্র জানান।
এদিকে এলাকার সচেতন মহল মনে করেন, যমুনা টেক্সটাইলের মাধ্যমে হাজার হাজার বেকার যুবক তাদের কর্মের সন্ধান পেয়েছে। নারীদেরও কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।কর্তৃপক্ষ তাদের অধিকার ও দাবি-দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল আচরণ করেন।এলাকাবাসীর দাবি শ্রমিকদের আবেগ -অনুভূতির প্রতি তারা আরো বেশি দায়িত্বশীল হবেন।
মঙ্গলবার (১৮ মার্চ) কোম্পানিটির এডমিন শাখার মহাব্যবস্থাপক রেজওয়ান আহসান স্বাক্ষরিত একটি প্রতিবাদ লিপিতে বিস্তারিত বর্ণনা করেন। সর্বসাধারণকে অপপ্রচারের বিভ্রান্ত না হতে আহ্বান জানান।
Leave a Reply