শায়েক আহমদ,জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্সিবাজার ইউনিয়নের অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। (১৯ মার্চ) বুধবার সকাল ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল তুলে দেন মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার।
ইউনিয়ন সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩নং মুন্সিবাজার ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে ৯টি ওয়ার্ডের মোট ৬১৯জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার,মুন্সিবাজার ইউনিয়নের সকল সদস্য/সদস্যাবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply