বায়েজিদ হোসেন, বগুড়া: বগুড়ায় নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের বাকবিতণ্ডা থামাতে গিয়ে মোটর শ্রমিক ইউনিয়নের ২ নেতা আহত। এদের একজনকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও অপরজনকে মারপিট করা হয়। মঙ্গলবার শহরের স্টেশন রোডে মিতালী পাম্পের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলো, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও সদস্য হযরত আলী। আহত ব্যক্তিরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন। জানা যায়, স্টেশন রোডে মিতালী পাম্পের সামনে নারিকেল ব্যবসায়ীদের দোকান আছে। দোকানের সামনে সিএনজি চালকেরা তাদের সিএনজি দার করে যাত্রী উঠানো-নামানো হয়। দোকানের সামনে সিএনজি দার করানো নিয়ে চালকদের সাথে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে দোকানদার তাদেরকে মারপিট করে। পরে চালকেরা শ্রমিক নেতাদের ডেকে নেয়।
আহত হযরত আলী খবর পেয়ে, আনোয়ার হোসেন রানা ঘটনাস্থলে যায়। তখন নারিকেল ব্যবসায়ীরা কয়েকজন বহিরাগত সন্ত্রাসীদের ডেকে নিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে তারা শ্রমিক নেতাদের উপর হামলা করে। এ সময় হামলা করে কিল ঘুষি, লাত্থি ও চর থাপ্পড় মারে ও সিএনজি ড্রাইভারদের সাথে থাকা আনোয়ার হোসেন রানাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দীন জানান, নারিকেল ব্যবসায়ীদের সাথে সিএনজি চালকদের বাকবিতণ্ডায় মোটর শ্রমিক ইউনিয়নের ২ নেতা আহত হয়। এবং সন্ত্রাস বাহিনীর একজনকে আটক করা হয়।
Leave a Reply