ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ৭ নং রামপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় গতকাল মঙ্গলবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিব হোসেন বাবু এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফুলপুর উপজেলা বিএনপি’র সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক সদস্য নজরুল ইসলাম আর্মি, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক শোয়েবুর রহমান সোহেল, বওলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফকির, তারাকান্দা উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফুলপুর পৌর কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, তারাকান্দা বিএনপি’র নেতা হুমায়ুন কবীর চপল প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা জানেন বিএনপি নেতাকর্মীরা গত ১৭টি বছর আওয়ামী দূঃশাসনের কারনে কেউ ঘরে ঘুমাতে পারে নাই কেউ আত্মীয়স্বজনের বাড়িতে কেউ মাঠে-ঘাটে বিভিন্ন জায়গায় ঘুমাতে হয়েছে এমন একটা অবস্থা গিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে বিএনপি’র নেতৃত্বে আমরা সবাই ঝাপিয়ে পড়েছিলাম যার ফলে এই আন্দোলনের সফলতা তারা পেয়েছিল। ৫ই আগস্ট যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল ৮ তারিখ সরকার গঠন হলো সেই সময় ছাত্র নেত্রীবৃন্দরা বলে বসলো এক স্বৈরাচার বিদায় করেছি আরেক স্বৈরাচারকে বাংলার মসনদে বসতে দেওয়া হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা যেভাবে দল গঠন করে নির্বাচনকে বিলম্ব করে বিভিন্ন দলের সাথে আঁতাত করে আজকে বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য এবং নির্বাচনের লম্বা সময় নেওয়ার চেষ্টা করছে তার জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদেরকে আরেকটি কথা আমি অবগত করে দিতে চাই ৫ আগস্ট এর পরে অনেক নেতাই লুটপাট চাঁদাবাজি ছিনতাই এর মত কাজের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে আবার অনেকেই টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদেরকে বিএনপি বানানোর কন্টাক্টারি হাতে নিয়েছে এদের থেকেও আপনাদেরকে সাবধান থাকতে হবে। আপনারা জানেন ১৯৯৬ সালে ধানের শীষ নিয়ে মাত্র ২৮ দিনের জন্য এমপি হয়েছিলাম তারপরও আমি সংসদে গিয়ে আমার ফুলপুর তারাকান্দার মানুষের পক্ষ নিয়ে সংসদে কথা বলেছি। তাই আমি আবারও সুযোগ পেলে আমার এই শেষ বয়সে ফুলপুর এবং তারাকান্দার জনগণের জন্য কিছু করে যেতে চাই মসজিদ মাদ্রাসা, স্কুল, কলেজ এগুলো নিয়ে থাকতে চাই গরিবের হক ধরে রাখতে চাই এছাড়া আর আমার রাজনৈতিকভাবে চাওয়া পাওয়ার কিছু নেই।
Leave a Reply