1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় : আব্দুল কাইয়ুম চৌধুরী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে শিশু ধর্ষনকারীকে গণধোলাই দিয়ে উলঙ্গ করে পুলিশের হাতে সোপর্দ করলেন স্থানীয় জনতা। শেরপুরে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস কোর্স ঘোষণার দাবীতে রাঙ্গামাটি সদর হাসপাতালে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী আন্ধারমানিক নদী থেকে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ সিলেট মহানগরের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। তালতলীতে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল স্থাপনের দাবি আশুলিয়ায় গেস্ট হাউজের নামে পতিতাবৃত্তি: নীরবতায় প্রশাসন ও A লেভেল অ্যাওয়ার্ড পেলেন ২ হাজার ৩৯১ জন শিক্ষার্থী উখিয়ায় ত্রিপল মার্ডারের প্রধান অভিযুক্তসহ গ্রেফতার-৩ বগুড়া শেরপুরে ইজিবাইক,একটি সিএনজি উদ্ধার আন্তর্জ জেলা চোরচক্রের ৪ সদস্য গ্রেফতার।

জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায় : আব্দুল কাইয়ুম চৌধুরী

  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৫৩ দেখেছেন

ইয়াছিন আহমদ কবির, ক্রাইম রিপোর্টার: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতির বিপরীতে ভবিষ্যৎমুখী একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করছে। এ লক্ষ্য অর্জনে দলটি একটি নতুন সামাজিক চুক্তিতে পৌঁছানোর জন্য সচেষ্ট থাকবে। জনগণ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়, তিনি সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি তোলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেল ৫টায় বাংলা বাজারে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যায়কারীদের কোনোভাবেই আশ্রয় দেওয়া যাবে না, কারণ বিএনপি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।”

পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরিফ হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি নেতা কামরুল হুদা জায়গীরদার, গোলাম রাব্বানী, ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, এম মুজিবুর রহমান, মাহবুব আলম, লুৎফুর রহমান, শাহীন আলম জয়, আবদুল বাছিত, আমিরুল ইসলাম রুবেল, নজরুল ইসলাম, তোফায়েল সুহেল, আফজাল মেম্বার, কবির মিয়া, যুবদল নেতা সুমিম আহমদ, আরিফ, ছাত্রদল নেতা সালমান খান, মাহিন উদ্দিন ও জাকির আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com