নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার কাজিরহাট থানার ১ নং আন্দার মানিক ইউনিয়নে আজিমপুর গ্রামে ৬ নং ওয়ার্ডে দীর্ঘদিন অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যবসাকরেন। সেচ্ছাসেবক দল দাবি করে। কালাম মাঝি ও নেছার ভূঁইয়ার ছেলে সাইমন। অপরদিকে আজিমপুর গ্রামে আরো একটি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্য।বসা করেন একই গ্রামের লিটন বিশ্বাস ও আরিফবিশ্বাস। এলাকায় গোপন সূত্রে জানা যায় এই আন্দার মানিক ইউনিয়নে। আওয়ামী লীগ সরকার পতনের পরে কালাম মাজি সাইমন, লিটন আরিফ বিশ্বাস সহ আরো কয়েকজনার অতিষ্ঠে এলাকাবাসী আতঙ্কে আছে। দলের প্রভাব খাটিয়ে লতা নদী থেকে অবৈধভাবে জয়নগরের রাকিব এর ড্রেজার ভাড়ায় এনে কালাম মাঝি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই ব্যবসা করে এসেছিল। লতা নদীতে ড্রেজার দিয়ে বালি উত্তোলনের কারণে আজিমপুর গ্রামসহ কয়েকটি গ্রাম নদী ভাঙ্গনের কবলে আছেন। দীর্ঘদিন এলাকার মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি সৃষ্টি হলেও কারোর কাছে বলার সাহস পায়নি। কালাম মাঝি, সাইমন, নেয়ামুল, লিটন বিশ্বাস আরিফ বিশ্বাস, এরা এলাকার কোন লোককে তোয়াক্কা করে না। এলাকার লোক ড্রেজার দিয়ে মাটি কাটার বাধা দিলে তাদেরকে ভয় ভিত্তি দেখায়। এ ব্যাপারে আন্দার মানিক ইউপি চেয়ারম্যান খোকনের সাথে আলাপ করলে তিনি জানান, আমার কাছে এখনো এ ব্যাপারে কোন অভিযোগ আসে নাই। কথা হয় কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের সাথে। তিনি জানান আমার কাছে অভিযোগ আসলে দ্রুত আমি আইনগত ব্যবস্থা নিব। এলাকার সাধারণ মানুষের একটাই প্রশ্ন এরা দলের প্রভাব খাটিয়ে এলাকায় রাম রাজ্য কায়েম করেন। আমরা দ্রুত আইনি ব্যবস্থা চাই।
Leave a Reply