1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফিল্মি স্টাইলে ১৫ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফারাক্কা লংমার্চ শুধু মিছিল ছিল না, ছিল আন্দোলন- গোলাম মোস্তফা  কলম বিরতিতে খুলনা বিভাগের ২৭ টি আয়কর অফিসে অচলাবস্থা। আশুলিয়ায় অবৈধ সিসা কারখানায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা নরসিংদীতে ছাত্রদলের দুই নেতার জামিনে মুক্তি, শোডাউন ও সংক্ষিপ্ত সমাবেশে উচ্ছ্বাস শিক্ষক যখন বিবেকহীন,কালোবাজারি, দৃষ্টি তখন মাধ্যমিক হিসাব রক্ষকের দিকে বই চুরি, গ্রেফতার দুই ভারত এর ফারাক্কা বাঁধ নির্মাণ ৪৮বছরেও ন্যায্য হিস্যা বঞ্চিত বাংলাদেশ- ফিরোজ মোহাম্মদ লিটন দীর্ঘ এক যুগ পর ড্রেনের উপরের দোকান অপসারণ বরিশালের আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুপক্ষের সংঘর্ষ নড়াইলের লোহাগড়ায় প্রকাশ্যে দিবালোকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা শাস্তি আরোপের তালিকা বাতিল করে বিচার বিভাগীয় তদন্তের দাবি কুয়েট শিক্ষার্থীদের।

ফিল্মি স্টাইলে ১৫ ব্যবসায়ীকে কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৮৪ দেখেছেন

মোঃজাহাঙ্গীর আলম রিকো,  জেলা প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটে পূর্ববিরোধের জেরে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীদের কুপিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে ডাকাতি করার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন। এই ঘটনায় ব্যবসায়ীরা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

সোমবার (১৭ মার্চ) রাত নয়টার দিকে কালীগঞ্জ উপজেলার হাজরানিয়া বাজারে এ ঘটনা ঘটে। অন্তত ১৫ ব্যবসায়ী আহত হয়েছেন। এই ঘটনায় ভোরে বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।এসময় ১৭টি দোকান ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব বিরোধের জেরে ভোটমারী গ্রামের কয়েকজনের সাথে হাজরানীয়া বাজারের ব্যবসায়ী মশিউর রহমান মিন্টুর গতরাতে ওই বাজারে বাকবিতন্ডা হয়। এরই জেরে কিছুক্ষন পরে একদল মানুষ লাঠিসোটা নিয়ে বাজারে থাকা মোজাম খাঁ নামের এক ব্যক্তিকে মারধর করতে থাকে। এর প্রতিবাদ করলে ব্যবসায়ী মিন্টুসহ অন্তত ১৫ জন হামলার শিকার হন। যাদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। মারধরের পর বাজারের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ভুাঙচুর ও লুটপাট করে চলে যায় হামলাকারীরা।

খবর পেয়ে সেনাবাহিনীসহ পুলিশের একটি দর ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় ব্যবসায়ী রেয়াজুল ইসলাম ১৬ জনের নাম উল্লেখ করে রাতেই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, খবর পেয়ে যৌথবাহিনী একটি টিম নিয়ে পুলিশ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।  পরে ব্যবসায়ীরা থানা এসে মামলা দায়ের করেছেন। আহত ব্যবসায়ীরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com