মোঃ মোস্তফা আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং দোকানে চাঁদাবাজির অভিযোগে চার জনকে আটক করে পুলিশে দিয়েছে ব্যবসায়ী এবং স্থানীয় জনতা।
পুলিশ জানায়, রোববার (১৬ মার্চ) দুপুর ১টার দিকে সাদেক উদ্দিন, রায়হান, আকাশ এবং মুক্তার শিহাড়া ইউনিয়নের আলপাকা নামক স্থানে বিভিন্ন দোকানে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান পরিচালনা করে ভয়ভীতি দেখাতে থাকে। ব্যবসায়ীদের কাছ থেকে ট্রেড লাইসেন্স এবং অন্যান্য কাগজপত্র দেখতে চায়। কোনো ব্যবসায়ী কাগজ দেখাতে ব্যর্থ হলে চাঁদা দাবি করে বসেন। তাদের আচরণে স্থানীয় জনতার সন্দেহ হলে একপর্যায়ে কিছু ব্যবসায়ী তাদের পরিচয় জানতে চান। পরিচয় জানাতে ব্যর্থ হলে ব্যবসায়ী এবং উৎসুক জনতা তাদের আটক করে।দেলোয়ার হোসেন নামে এক মুদি ব্যবসায়ী বলেন, তারা আমার দোকানে এসে ট্রেড লাইসেন্স দেখতে চায়। আমি বলি, লাইসেন্স আমার ভাইয়ের কাছে আছে। তারা তখন আমাকে বলে, আমরা ইউএনও স্যারের লোক, তোমাকে জেলে দেব। একপর্যায়ে তারা আমার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। তাদের সঙ্গে আনসার এবং পুলিশ না থাকায় সন্দেহ মনে হয়েছে। পরে বাজারের সব ব্যবসায়ীরা সহকারে তাদের আটক করেছি।
এ বিষয়ে পত্নীতলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, চাঁদাবাজির অভিযোগে চারজনকে আটক করে রেখেছিল ব্যবসায়ীরা । খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের থানায় নিয়ে আসা হয়েছে। ব্যবসায়ীদের ডাকা হয়েছে, তারা এসে লিখিতভাবে থানায় অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply