শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, সিলেট: সিলেটের রিকাবীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটে জমকালো আয়োজনে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পবিত্র রমজান মাসের তাৎপর্যকে স্মরণ করে
আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট এর এমডি. তাজুল ইসলাম, এডমিন ম্যানেজার মাসুম আহমেদ, মার্কেটিং ম্যানেজার ফয়েজ আহমেদ খান বেলাল, শেফ কাওসার আহমেদ, শফিকুল ইসলাম রুবেল ও জামিল আহমেদ। এছাড়াও মৌলভীবাজার টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট এর ম্যানেজার সুমন মিয়া এবং প্রবাস বাংলা টিভির রিপোর্টার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর অতিথিরা রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা বলেন, রমজান মাস সংযম ও ত্যাগের মাস। এই মাসে রোজাদাররা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য রোজা রাখেন।
ইফতারের আগে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। ইফতারের পর অতিথিদের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা বলেন, এই ধরনের আয়োজন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করে। তারা আরও বলেন, রমজান মাসের এই পবিত্রতা যেন আমাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে।
অনুষ্ঠানে টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজম্যান্ট ইন্সটিটিউটের পক্ষ থেকে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের জন্য রমজানের গুরুত্ব ব্যাখ্যা করা হয়।
Leave a Reply