শফিকুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, সিলেট: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমরান আহমদ চৌধুরী ও হেলাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। পবিত্র রমজান মাসে এই ইফতার মাহফিলের মাধ্যমে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি দেশের কোটি কোটি মানুষের আশা-ভরসার প্রতীক। তার অসুস্থতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি।”
বিশেষ অতিথি এমরান আহমদ চৌধুরী বলেন, “এই পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছি। আমরা বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।”
বিশেষ অতিথি হেলাল উদ্দিন আহমেদ বলেন, “খালেদা জিয়ার সুস্থতা কামনা শুধু রাজনৈতিক বিষয় নয়, এটি মানবিক বিষয়ও। আমরা সবাই তার সুস্থতার জন্য ঐক্যবদ্ধভাবে প্রার্থনা করছি।”
ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন স্লোগান দেন এবং তার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী ওলামা দলের নেতৃবৃন্দ বলেন, “আমরা এই পবিত্র মাসে খালেদা জিয়ার সুস্থতার জন্য বিশেষ দোয়া করছি। আমরা আশা করি, মহান আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত সকলের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
Leave a Reply