মো: কামারুজ্জামান, কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে ঐতিহ্যবাহী মণিপুরী সম্প্রদায়ের হোলি উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৫ মার্চ) বিকাল ৪ টায় কমলগঞ্জ ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান, বিশেষ অতিথি মণিপুরি সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, সমাজকর্মী মনি মোহন সিংহ । হোলি উৎসব মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যগত একটি লোক সাংস্কৃতিক অনুষ্ঠান। মণিপুরী সমাজে ৫ দিনব্যাপী প্রতিটি গ্রামে গ্রামে শিশু কিশোর, তরুণ, তরুণীসহ নারী পুরুষরা দল বেঁধে ঢাক, ঢোল, করতাল, মৃদঙ্গ শঙ্খ ধ্বনিরমাধ্যমে প্রতি বাড়ি বাড়ি গিয়ে হোলি দল নৃত্য গীতে গান করে থাকেন । মণিপুরি সমাজে হোলির গুরুত্ব অপরিসীম। এছাড়াও মণিপুরি সমাজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দসহ নানা পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে হোলি নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করে। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
Leave a Reply