বিশেষ প্রতিনিধি: ভূমিদস্যু সন্ত্রাস (স্বপন হাওলাদার) ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ওনার কারণে এলাকার সাধারণ মানুষ সর্বসময় আতঙ্কে থাকে। রয়েছে একাধিক মামলা বর্তমানে ২৬ ধারার মামলায় অরেন্টের আসামি তবুও পুলিশকে ফাঁকি দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এলাকায়।
ইতিমধ্যে বিপ্লব শিকদারের হত্যা মামলার অন্যতম আসামি। কাটাখালি ব্রিজের পশ্চিমপাড় কোন কৃষক জমির ফসল আনতে পারেনা ওনার পালিত গরুর তান্ডবে। আপন চাচা নাসির হাওলাদার এর সাথে রয়েছে মারামারি খেয়েছে অনেক মামলা। হযরত আলী হাওলাদারের সাথেও রয়েছে অনেক মামলা, হযরত আলী হাওলাদার আজ নিরুপায় কারণ তার জমি জমা হবেই এই স্বপনের দখলে। আরো আছে অনেক কাহিনী।
তাই কাজিরহাট অফিসার ইনচার্জ সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনার দ্বারাই সম্ভব এই সন্ত্রাসকে দমন করা।
Leave a Reply