বিশেষ প্রতিনিধি: মুহাম্মদ সোহেল দুখাই সম্পাদনায় যৌথ কাব্যগ্রন্থ অব্যক্ত প্রেম ২০২৫ জাতীয় বই মেলায় প্রকাশিত।অব্যক্ত প্রেম যৌথ কাব্যগ্রন্থে কবি মোঃ আতিকুর রহমান মিরন কিছু লেখা সম্বলিত গ্রন্থটি মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন স্যার ও মুলাদী জাতীয়তাবাদী ছাত্রদল পৌরসভা আহ্বায়ক মোঃসোহানুর রহমান সোহান হাওলাদারের হাতের সৌজন্য সংখ্যা কাব্যগ্রন্থ অব্যক্ত প্রেম তুলে দেন দৈনিক ঘোষণা মুলাদী উপজেলা প্রতিনিধি কবি মোঃ আতিকুর রহমান মিরন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আরকাইভস গ্রন্থাগার অধিদপ্তর অব্যক্ত প্রেম কাব্যগ্রন্থটি গ্রহণ করেছেন। ২০২৫ কবি মোঃ আতিকুর রহমান মিরন এর যৌথ কাব্যগ্রন্থ লেখা প্রকাশিত ১/ চব্বিশের গণ বিস্ফোরণ ২/ শেষ চিরকুট ৩/ বাংলার প্রতিচ্ছবি ৪/ কাব্যকুঞ্জ ৫/ নীলিমায় এক ঝাঁক বলাকা ৬/ হৃদয়ে শহীদ জিয়া ৭/ অব্যক্ত প্রেম।
Leave a Reply