এস এম শাহ আলম, বিশেষ প্রতিনিধি : বরিশাল জেলার কাজিরহাট থানা বিদ্যানন্দপুর ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মোকলেস মাতুব্বর পুলিশের হাতে গ্রেফতার। থানা সূত্রে জানা যায় গতকাল ১৪ই মার্চ বৃহস্পতিবার কাজিরহাট থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে সাব ইন্সপেক্টর হৃদয়সহ, সঙ্গীও ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে। গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত্র ১২:৩০ মিনিটে। বিদ্যানন্দপুর ইউনিয়নের মাধব রায় গ্রামের ৪ নং ওয়ার্ডের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোকলেস মাতব্বরের বাড়িতে অভিযান চালান। অতঃপর মোখলেসমাতুব্বারকে তাহার নিজ ঘর থেকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা যায় মোকলেস মাতুব্বর দীর্ঘদিন আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। এবং বিদ্যানন্দপুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাম রাজ্য কায়েম করে এসেছিল। মোকলেস মাতব্বরের নামে কাজিরহাট থানায় বিভিন্ন অপকর্মের ও মামলা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানা যায়। থানা সূত্রে আরো জানা যায় কয়েকদিন আগে কাজিরহাট থানায় লতা ইউনিয়নে বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির শাহিনের , উপরে সন্ত্রাসীরা।। গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে হত্যার চেষ্টা চালায়। এই ঘটনায় মোকলেস মাতুব্বর কে সন্দেহভাজন গ্রেফতার করে। এবং পুলিশের ধারণা তদন্ত সাপেক্ষে মোকলেস মাতুব্বর এই ঘটনায় জড়িত আছে বলে জানায়।
Leave a Reply