সাজ্জাদ হাওলাদার, আগৈলঝাড়া প্রতিনিধি: আজ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব গোয়াাইল গ্রামের প্রবাসী সবুজ মাঝির স্ত্রী বিথী বিশ্বাস ( ১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পুলিশ। বিথী বিশ্বাসের বাবার জয়দেব বিশ্বাসের দাবি তার মেয়েকে তার ভাসুর নিখিল মাঝি ও তার স্ত্রী মেরে ঝুলিয়ে রেখেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ বরিশালে পাঠিয়েছে। মৃত বিথী বিশ্বাসের একটি 10 মাসের কন্যা সন্তান রয়েছে। এদিকে মৃত বিথী
বিশ্বাসের ভাসুর নিখিল মাঝি ও তার স্ত্রী ঘটনার পরে বাড়ি থেকে পালিয়েছে। স্থানীয়রা বলেন আজকে সকাল থেকে তার ভাসুর নিখিল মাঝি ও তার স্ত্রী ছোট ভাইয়ের বউ বিথী বিশ্বাসের সাথে ঝগড়া বিভেদ করেন তারই একপর্যায়ে কয়েক ঘন্টার ব্যবধানে বিথী বিশ্বাসের ঝুলন্ত মরা দেহ দেখতে পান এলাকাবাসী। শুক্রবার সকালে ওসি তদন্ত সুশংকর মল্লিক জানায়, লাশ পোস্ট ম্যাডাম এ পাঠানো হয়েছে তদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পাওয়ার পরে মামলা হবে। শুক্রবার দুপুরে পোস্ট ম্যাডাম শেষ করে লাশ নেয়া হয়েছে বিথী বিশ্বাসের বাবার বাড়ি। বিথী বিশ্বাসের বাবা জয়দেব বিশ্বাস সাংবাদিকদের জানায়, আমার মেয়েকে হত্যা করে মেরে ফেলেছে তাই আমি আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই।
Leave a Reply