মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজান উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হয়েছে। ১২ মার্চ বুধবার দুপুরে কামারচর পাবলিক দাখিল মাদ্রাসা মাঠে ১০০ জন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং শেরপুর সদর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল।
এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুল আউয়াল, সদর উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি মাওলানা আব্দুস সোবহান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফুডপ্যাক উপহারের মধ্যে ছিলো নাজির চাল ৫ কেজি, চিনিগুড়া চাল ১ কেজি, মশুর ডাল ১ কেজি, সুজি ৫০০ গ্রাম, আটা ১ কেজি, ময়দা ১ কেজি, সরিষার তেল ৫০০ মিলি, খেজুর ২৫০ গ্রাম। পর্যায়ক্রমে সমাজের সুবিধাবঞ্চিত ৭০০ পরিবারের মাঝে ফুডপ্যাক উপহার প্রদান করা হবে।
Leave a Reply