বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার থানার আন্দারমানিক ইউনিয়নে উত্তর আজিমপুর গ্রামে ৪ নং ওয়ার্ডে বুদ্ধি প্রতিবন্ধীর স্ত্রী নেহারু বেগম সকাল থেকে সন্ধা পর্যন্ত ভিক্ষার দ্বারে দ্বারে ঘুরে জীবিকা নির্বাহ করেন। নেহারু বেগমের বয়স বর্তমানে প্রায় 70 বছর। উত্তর আজিমপুরের এই ভিক্ষুক নেহারু বেগম পেটে দু মুঠ ভাত দেওয়ার জন্য। সেই ভিক্ষুক মহিলা গত দশই ১০মার্চ সোমবার মুলাদি থানায় ভিক্ষার জন্য দক্ষিন কাজিরচর মাসুম শিকদারের বাসা মুলাদী থানার সংলগ্ন।ওই বাসায় ৭০ বছরের বৃদ্ধ ভিক্ষুক নেহারু বেগম ভিক্ষা আনতে গেলে গেলে।মাসুম শিকদারের স্ত্রী কানিজ ফাতিমা এক পর্যায়ে ভিক্ষুক মহিলাকে আটকে ফেলে ।এবং বলে গত ৫ই মার্চ তুমি আমার বাড়ি ভিক্ষা করতে এসে আমার স্বর্ণের জিনিস এক জোড়া চেইন ও কানের বালা চুরি করে নিয়ে গিয়েছো।তখন ভিক্ষুক মহিলা ভয়ে কান্নায় ভেঙ্গে পড়ে ।একপর্যায়ে কানিস ফাতিমা তার হাতের নখ উপড়ে ফেলে হাত পা বেঁধে বেদব মারধর করে ।তখন ভিক্ষুক মহিলাকে থানায় দেওয়ার ভয়ভিত্তি দেখায়।একপর্যায়ে ভিক্ষুকবেগম বলে আমাকে নিয়ে আমার বাড়ি চলেন আমি জিনিস দিয়ে দেব ।মাসুম শিকদার ও তার স্ত্রী ভিক্ষুক মহিলাকে অটো যোগে তার নিজ বাড়ি আজিমপুর গ্রামে নিয়ে আসে।মাসুম শিকদার ঘটনা স্থলে এসে সংবাদকর্মীদের ফোন দেন ।তখন ঘটনাস্থলে সরজমিনেগিয়ে দেখতে পাই, অনেক লোকজনের ভিড় এবং নেহারু বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে ।ভিক্ষুক নেহারু বেগম বলে আমার ঘর তল্লাশি করেন।মাসুম শিকদারের নির্দেশে গর মাটি ফালাইয়া ওই বাড়ির এক মহিলা তল্লাশি করলে কিছুই পাওয়া যায় না ।ভিক্ষুক মহিলা কান্নায় ভেঙ্গে পড়ে ।অতঃপর অনেক নির্যাতন করার পরে মাসুম শিকদার ৭০ বছরের ভিক্ষুক মহিলা নেহারু বেগমকে বেগমকে মাসুম ও তার স্ত্রী কানিস ফাতিমা জোরপূর্বক অটো গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা চালান।তখন বাড়ির মহিলারা মাসুমের স্ত্রীকে জিজ্ঞাসা করেন।আপনার যিনি স্বর্ণের জিনিস নিয়েছে তাহা কি প্রমান আছে ।কানিশ ফাতিমা উত্তর দেন সিসি ক্যামেরার ফুটেছে আছে ।বাড়ির মহিলারা এক পর্যায়ে ঝাঁপিয়ে পড়লে ।ওই বাড়ির আলামিন শিকদার বলে আমাকে একদিন সময় দেন ।আমি নেহারু বেগমের কাছে ভালোভাবে জিজ্ঞেস করে দেখি।লোকজন অনেক জড়োয়া হলে মাসুম শিকদার ও তার স্ত্রী তোপের মুখে পড়ে দ্রুত মুলাদির উদ্দেশ্যে চলে যায় ।তবে এলাকাবাসী জানান তাকে চোর সন্দেহে নির্যাতন করাটা ।মানবাধিকারের শামিল বলে মন্তব্য করেন ।এ ব্যাপারে আন্দার মানিক ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খোকনের সাথে আলাপ করলে তিনি জানান আমাকে কেউ এখনো এ পর্যন্ত ঘটনা জানায়নি ।কাজিরহাট থানার অফিসার ইনচার্জ মিজানুর দক্ষিণ কাজিচার রহমানের সাথে আলাপ করলে তিনি জানান আমি কোন সংবাদ পাইনি।তবে সংবাদ জানলে আইনগত ব্যবস্থা নিব ।দক্ষিণ কাজিরচর মাসুম শিকদার বর্তমানে বরইয়া বাজারে একটি ইউরিয়া সারের দোকান চলমান আছে
Leave a Reply