মোঃ আশিকুর রহমান রানা, সিলেট প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ দেশটাকে খাদের কিনারায় পৌঁছিয়ে পালিয়ে গেছে। এখন দেশে গণতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনা ও উন্নয়নের জন্য মানুষ ভরসা করছে বিএনপির ওপর। আমরা ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটানোর চেষ্ঠা করবো। তিনি বলেন, ইলিয়াস আলী এমপি থাকাকালীন সময়ে বিশ্বনাথ-ওসমানীনগরে ব্যাপক উন্নয়ন করেছিলেন। কিন্তু গত ১৭ বছরে এমপি পদধারীরা উন্নয়নের নামে কেবলই লুটপাট করেছে। আগামীতে এ অঞ্চলের মানুষের বৃহৎ পরিসরে সেবা করার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নসহ দরিদ্র মানুষের কল্যাণে কাজ করবো।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দশপাইকা বাজারে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৫নং দৌলতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইসমাইল খানের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সুলতান খান, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজু আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, সহ-সভাপতি ডা. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দিন, পৌর যুবদলের আহবায়ক শাহ আমীর উদ্দিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অশিকুর রহমান রানা, কৃষকদলের আহবায়ক ইরন মিয়া মেম্বার, ছাত্রদলের আহবায়ক হুসেন আহমদ পাবেল। এসব আরো উপস্থিত ছিে সিলেট জেলা বিএনপির বিএনপির যুগ্ম সাধরণ সম্পাদক ময়নুল হক, উপজেলার যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, সিরাজুল ইসলাম সিরাজ, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাসিত বকুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, যুগ্ম সাধারণ সম্পাদক কদর আলী, নুরুল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুনিম মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপি সদস্য জসিম উদ্দিন জুনেদ, আব্দুল মান্নান রিপন, জাহিদ আহমদ, সিলেট জেলা মহিলা দলের সদস্য নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাওছার খান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস আশিক মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিব, স্বেচছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, নুরুজ্জামান জামান, আব্দুল মুমিন, সদস্য গোলাম আকবর, দিলোয়ার হোসেন, মাজলু মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ সহ দৌলতপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply