ভণ্ডামি আর করবি কত
শয়তানের ভাই যত শত ,
কল্কি ধরে মারে টান
আজেবাজে গায় গান ।
মাজার পুজা করে তারা
শয়তানের দলে আছে যারা ,
জট রাখে মাথার মাঝে
শয়তান থাকে সকল কাজে ।
লাল শালু পরে ঘুরে
কল্কির মাঝে গাঁজা পুরে ,
কপাল ঠেকায় মাজারেতে
নাচে তারা সারা রাতে ।
নামাজ রোজার বালাই নাই
বিপথগামী হলো তাই ,
ডান্ডা একখান থাকে হাতে
ঘুরে বেড়ায় দিনে রাতে ।
বিদ্যালয়ের মাস্টার এখন
প্রেম করে যখন তখন ,
বিয়ে করে ফুর্তি করা
এ কাজ বিদ্যালয়ে ভরা ।
পড়া লেখা ছেড়ে দিয়ে
টিক টক করে গিয়ে ,
ইভটিজিং করে ভন্ডের দল
বিচারে নাই কোন ফল ।
টিক টকের নামে চলে
কিশোর যুবক দলে দলে ,
ভাল কাজ নাই আর
মন্দ কাজ যার তার ।
ছেলে মেয়ে এক সাথে
ঘুরে বেড়ায় দিনে রাতে ,
শেষে হয় ধর্ষণ ,
চোখের পানি বর্ষণ ।
বই ছেড়ে মোবাইল নিয়ে
গেম খেলে আড়ালে গিয়ে ,
পড়া লেখায় মন নাই
মোবাইলের নেশায় আছে তাই ।
ভন্ডের দল যাচ্ছে বেড়ে
মান সম্মান নিচ্ছে কেড়ে ,
বিচার নাই সমাজটাতে
বেহায়াপনা দিনে রাতে ।
মসজিদ মাদ্রাসায় ধর্ষণ
গযব হবে তাই বর্ষণ ,
ভন্ডরা যাচ্ছে পার পেয়ে
চলছে তারা নেচে গেয়ে ।
১৫ জানুয়ারী ২০২৩ খৃষ্টাব্দ
Leave a Reply