মোঃ বাবুল হোসেন: ডেমরা থানা এলাকায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিএনপি। সোমবার ১১ মার্চ বিকেলে এই মিছিলটি অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত ছিলেন।
মিছিল শেষে ডেমরা ৬৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, “ডেমরা স্টাফ কোয়ার্টারে কোনো চাঁদাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, জমি দখলবাজি চলবে না।” তিনি দলীয় কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপকর্ম করে, তাহলে তাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৬৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, ডেমরা থানা প্রস্তাবিত বিএনপির সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান, মনির হোসেন ও মুক্তার হোসেন।
নেতাকর্মীরা দৃঢ় কণ্ঠে জানান, তারা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয়ভাবে ঐক্যবদ্ধ আছেন এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকবেন।
Leave a Reply