মল্লিক জামাল, বরগুনা প্রতিনিধি: মাগুরার শিশু আছিয়া আক্তারের ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ছাত্র অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে “৭ দিনের মধ্যে ফাঁসি কার্যকর কর, ধর্ষণের বিচার দ্রুত কর” এই স্লোগান তুলে ধরেন। তারা দ্রুততম সময়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজবুল, অর্থ সম্পাদক সিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দেশে নারীদের প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। ধর্ষকদের দ্রুত বিচার না হওয়ায় অপরাধীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। শিশু আছিয়ার ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক এবং তা দ্রুত কার্যকর করা হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করতে ও নারীদের নিরাপত্তা বজায় রাখতে ধর্ষণের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি।
Leave a Reply