মোঃ আতিকুর রহমান মিরন: ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখা গত ৮ মার্চ পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে মোটরসাইকেল শোভাযাত্রা বহর নিয়ে কাজিরচর ইউনিয়ন অভিমুখে রওয়ানা হলে পথিমধ্যে রাগগা নামক স্থানে আদু ফকিরের মেলার বেশ কিছু লোকজন এসে মোটরসাইকেল শোভা যাত্রার বহর উপরে অতর্কিত হামলা চালিয়ে বেশ অনেক সাথী ভাইকে রক্তাক্ত ও যখন করে বলে ৯ মার্চ বিকাল ২:৩০ মি: ঘটিকায় মুলাদী প্রেসক্লাব সামনের রাস্তায় মানববন্ধনে বক্তৃতায় উল্লেখ করেন এ এফ এম মাইনুল ইসলাম (সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা।) সাথী ভাইরা মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন। ২৪ ঘন্টা অতিবাহিত হওয়া সত্ত্বেও পুলিশ প্রশাসন নিরব। আমাদের অভিযোগ দেওয়া সত্ত্বেও কোন পদক্ষেপ এখনো নিচ্ছেন না।পুলিশ প্রশাসনকে অনতিবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন মানববন্ধন থেকে বক্তাগণ। আদু ফকিরের মেলায় ইসলামী শরীয়া পরিপন্থী মদ,গাজা, জুয়া, ইয়াবা,অবাধে নারী পুরুষ মেলামেশার মধ্য দিয়ে রমজানের পবিত্রতা নষ্ট হচ্ছ।মুসলমানের ঈমানী আঘাত জনিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। সাংবাদিকের উদ্দেশ্যে বলেন বস্তুনিষ্ঠ তদন্ত সাপেক্ষে সংবাদ পরিবেশনার জন্য অনুরোধ করছি। আরো বক্তব্য দেন মাওলানা মোঃ নেসার উদ্দিন সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা। মোঃ আলাউদ্দিন ঢালী সহ-সভাপতি বাংলাদেশ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা। মোঃ মনজুর সাধারণ সম্পাদক যুব উন্নয়ন, কারী মোঃ মিজানুর রহমান কুতুবপুরি ওলামা মাশায়েখ। মোহাম্মদ জুনায়েদ সিদ্দিক।মোঃ আবুল কাশেম জিহাদ। মোহাম্মদ আমিনুল ইসলাম সহ-সভাপতি ইসলামী শ্রমিক আন্দোলন মূলাদী উপজেলা। এসএম আলমগীর হোসেন সভাপতি যুব আন্দোলন মুলাদী পৌরসভা।মোঃ বাইজিদ হোসেন। সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা। মোঃ জুনায়েদ সিদ্দিকী সহ-সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন মুলাদী উপজেলা।
Leave a Reply