মোঃ মোস্তফা বকস্, রাজনগর, মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগরে নিঃস্ব বিউটি বেগমকে ঘর উপহার দিয়েছে বিআইএস ইন্টারন্যাশনাল, মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা বিআইএস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে যে ঘর গুলো পূর্ণনির্মাণ করার জন্য সহায়তা করা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে রাজনগর উপজেলার মনসুর নগর ইউনিয়ন এর আশ্রাকাপন গ্রামের বিউটি বেগম এর ঘর। এই ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংগঠন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাব্যাপি মেধা যাচাই পরীক্ষার উপ- পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা বকস্ , ট্রাফিক পুলিশ সহায়তা কর্মসূচি টিম লিডার মোঃ মুজিবুর রহমান জসনু,সমাজকল্যাণ সচিব সোহেল আহমদ, যুগ্ন দপ্তর সচিব আব্দুস সোবহান দেওয়ান, মানবিক সহায়তা টিমের টিম লিডার হোসাইন আহমদ, কার্যকরী পরিষদের সদস্য রাহেল আহমদ, নির্বাহী পরিচালক রেজাউল করিম রাফি, সমাজকর্মী আহবাব আল হামিদী, টিম মেম্বার মোঃ মনির উদ্দিন , জাবেদ আহমদ, নাঈম আহমদ, রেদওয়ান আহমদ ছামী প্রমুখ।
অসহায় ও নিঃস্ব বিউটি বেগম স্বামী মারা গেছেন অনেক বছর আগে নেই কোন ছেলে সন্তান, তিন মেয়ে নিয়ে তার জীবন চলছে সংগ্রাম করে, নেই নিজস্ব কোন জায়গা, বেড়িবাদের সাথে কোন রকম করেছেন মাথা গুঁজার ঠাই, বিআইএস ইন্টারন্যাশনাল এর সহায়তায় এই ঘরটি নির্মান করা হয়েছে, এখানে নেই
বিশুদ্ধ খাবর পানির ব্যবস্থা, পানি নিয়ে আছেন মহাসংকটে অনেক দূর থেকে একটি ফিশারির পানি দিয়ে চলছে জীবন।
Leave a Reply