নিউজ ডেক্স: দেশে নারী ও শিশুদের ওপর নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার ঘটনা ক্রমশ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এসব ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শিশুটি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের ঘটনায়ও দেশবাসী স্তম্ভিত। তিনি বলেন, এসব ঘটনা প্রমাণ করছে যে দেশে নারীদের প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে, যা প্রতিরোধে জরুরি ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মস্থল থেকে শুরু করে ঘরেও তারা নিরাপদ নয়। সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলো বাস্তব অবস্থার সামান্য প্রতিফলন মাত্র, প্রকৃত অবস্থা আরও ভয়াবহ।
নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, “ইমাম, খতিবসহ সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। ধর্ষকদের সামাজিকভাবে বয়কট ও ঘৃণার চোখে দেখার মানসিকতা তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, “নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, অশ্লীল বিনোদন, অপসংস্কৃতি ও অনিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার কারণেই সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে। ইসলামী নীতিমালা ও নৈতিক শিক্ষার চর্চার মাধ্যমেই সমাজকে এ ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব।”
নারী ও শিশু ধর্ষণ বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply