নিউজ ডেক্স: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্প্রতি নারীদের ওপর সংঘটিত নৃশংস হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এটি আমাদের কল্পিত ‘নতুন বাংলাদেশ’-এর সম্পূর্ণ বিপরীত। আমরা নারী-পুরুষ নির্বিশেষে সমঅধিকার প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ এবং এই অধিকার বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের নারীরা অসাধারণ সাহসিকতার সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তারা নানা প্রতিকূলতা মোকাবিলা করেও দেশের রাজনীতি, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে।
তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে দেশজুড়ে আয়োজিত ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এ নারীদের ব্যাপক অংশগ্রহণ আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আরো শক্তিশালী করেছে। এই উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৭ লাখ ৪০ হাজার নারী অংশ নেন এবং তারা প্রায় তিন হাজার প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি প্রমাণ করে যে, সমাজে নারীর অধিকারের প্রতি পুরুষদের সমর্থনও ক্রমবর্ধমান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘নারীবিরোধী যেকোনো অপশক্তির বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি, এখনো আমাদের সমাজে এমন অনেকেই আছেন যারা নিপীড়িত নারীদের পাশে না দাঁড়িয়ে তাদের অবজ্ঞার চোখে দেখে। অথচ, নারী নির্যাতন প্রতিরোধ এবং বৈষম্যহীন সমাজ গঠনের জন্য তাদের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই।’
অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারীদের অবমূল্যায়ন করলে জাতি হিসেবে আমরা কখনোই সামনে এগোতে পারব না।’
অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অদম্য নারী পুরস্কার প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন, অর্থনীতিতে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মো. মুহিন (মোহনা) এবং বিশেষ সম্মাননা হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরিন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ।
Leave a Reply