নিউজ ডেক্স: বাংলাদেশের বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসকরা পদোন্নতির দাবিতে আজ (৮ মার্চ) থেকে কর্মবিরতিতে গেছেন। আগামী তিন দিন তারা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ‘কলম বিরতি পালন করবেন। তবে দাবি পূরণ না হলে ১১ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে, যদিও জরুরি সেবা চালু থাকবে।
কর্মবিরতি হওয়ার কারণ, চিকিৎসকদের অভিযোগ,পদোন্নতির শর্ত পূরণ করেও বছরের পর বছর তারা বঞ্চিত হচ্ছেন। ডিজি অফিস ও মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ফাইল আপডেট হলেও পদোন্নতি কার্যকর হচ্ছে না। ক্যাডার বৈষম্যের কারণে চিকিৎসকরা পেশাগত সম্মান ও ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
চিকিৎসকদের প্রধান দাবী, সুপারনিউমারি (অতিরিক্ত) পদোন্নতি দ্রুত কার্যকর করা। বাংলাদেশের চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা। এমবিবিএস ও বিডিএস ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বজায় রাখা।
সংবাদ সম্মেলনে চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি ঢাকা মেডিক্যাল কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন বলেন, ৮-১০ মার্চ কলম বিরতি চলবে, এরপরও দাবি মানা না হলে ১১ মার্চ থেকে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ডা. মোহাম্মদ বশির আহমেদ খান বলেন, পদোন্নতির অভাবে চিকিৎসাক্ষেত্রে দক্ষতার অপচয় হচ্ছে। চিকিৎসকরা মানসিকভাবে বিপর্যস্ত ও সম্মানবঞ্চিত বোধ করছেন। বিগত সরকারের আমলে যারা পদোন্নতিবঞ্চিত হয়েছেন, তাদেরও প্রাপ্য সম্মান দিতে হবে।
প্রভাব ও সম্ভাব্য পরিণতি, সাধারণ চিকিৎসা সেবায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে। জরুরি চিকিৎসা পরিষেবা চালু থাকবে। দীর্ঘ সময় এই কর্মবিরতি চললে রোগীদের চিকিৎসা পেতে সমস্যা হতে পারে।
এই আন্দোলন কতদূর গড়াবে তা সরকারের পদক্ষেপের ওপর নির্ভর করছে। তবে চিকিৎসকদের দাবি দ্রুত মানা না হলে দেশের স্বাস্থ্যব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
Leave a Reply